Mobile: 01726194835 | Tel:02996661346 | Fax: | Email: ttcw_mym@yahoo.com

GOVT. TEACHERS' TRAINING COLLEGE (MOHILA) - 5232

MYMENSINGH, MYMENSINGH SADAR - 2200

নারী শিক্ষার অগ্রগতিতে এবং শিক্ষকতা পেশায় নারীদের প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ১৯৫২ সালের ২০ অক্টোবর ময়মনসিংহের গঙ্গাদাস গুহ রোডে অবস্থিত জমিদার বাড়ি ‘শশীলজ” ভবনে প্রতিষ্ঠিত হয়  মহিলাদের জন্য প্রশিক্ষণ কলেজ। ময়মনসিংহে শহরে অবস্থিত সরকারি টিচার্স  ট্রেনিং কলেজ (মহিলা) বাংলাদেশের একমাত্র মহিলা টিচার্স ট্রেনিং কলেজ।  এ কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর সহধর্মিনী মিসেস রাবেয়া আলী। প্রতিষ্ঠার শুরুতে এ প্রতিষ্ঠানে Higher C-in-Ed  কোর্সে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হতো।  ১৯৫৭ সালে এখানে দশ মাসব্যাপী পূর্ণাঙ্গ বিএড. কোর্স  চালু হয়। পরবর্তীকালে বিএড. কোর্স  এক বছর মেয়াদী করা হয়। ১৯৯৯ খ্রিষ্টাব্দে এক বছর মেয়াদী এম.এড  কোর্স চালু হয়। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ  হতে এ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে  চার বছর মেয়াদী বিএড. (অনার্স) চালু হয়।  ১৯৫২  থেকে ২০১৫ পর্যন্ত  শশীলজ ভবনে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে শশীলজ ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন হওয়ায় কলেজের মূল একাডেমিক ভবনে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। প্রায় ০৩ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এ কলেজে রয়েছে একটি একাডেমিক ভবন, ১টি হোস্টেল (২ টি ব্লক), হোস্টেল সুপার ও সহকারি  হোস্টেল সুপার এর বাসভবন।

 নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি  শিক্ষকদের বিষয় ভিত্তিক ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ইন-সার্ভিস প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশের একমাত্র  মহিলা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে দীর্ঘ প্রায় ৭২ বছর যাবৎ শিক্ষক প্রশিক্ষণে অবদান রেখে চলেছে।


Mymensingh
Government
1952
3 acr
133609
MYMENSINGH MYMENSINGH SADAR - 2200
Contact Info:
Prof. Mushfique Ahmed
01726194835
Md. Rezaul Haque
01937836185
Md. Emdadul Haque
01734049234
Available Course

    Professional Course:

  • -
  • Masters Professional (M. Prof) Course:

  • 03-Master of Education (MEd)
  • 22-Bachelor of Education (BEd)