Mobile: 01309121895 | Tel:02589915741 | Fax:057162457 | Email: mohilacollege.jaipurhat@gmail.com

JOYPURHAT GOVT. MOHILA COLLEGE - 2803

JOYPURHAT SADAR, JOYPURHAT - 5900

জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সংক্ষিপ্ত ইতিহাস আজ যা বর্তমান কাল তা অতীত। অতীতের উপরই দাঁড়িয়ে আছে বর্তমানের জীবন, সভ্যতা, সংস্কৃতি। একই কারণে আগামী দিনের জন্যও অতীত অনন্ত প্রেরণার উৎস। আর এই অতীতের বাস্তব, বস্ত্তনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ কার্যক্রমের প্রতিফলনই হচ্ছে ইতিহাস। তাই তো P.K Hittry বলেছেন-‘History is the Mirror of past and the lesson of present.’ মানুষ মরণশীল। ক্ষণস্থায়ী জীবনে এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর কীর্তি রেখে যাওয়ার মধ্যেই মানব জন্মের সার্থকতা। এই পৃথিবীতে মানুষ কোন ব্যক্তিকে মনে রাখেনা, কর্মই ব্যক্তিকে দৃশ্যপটে হাজির করে। কেননা- ‘Man does not live in years but in deeds’ সম্ভবত একারনেই বলা হয় যে, সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ তথা তাঁর সৃষ্টিধর্মী কার্যক্রম জানার প্রচেষ্টাই হল ইতিহাস। আর সমস্ত সমাজ বা জাতির মনোবিকাশের কথাই হল ইতিহাসের মর্মকথা। অতীতের সাথে বর্তমানের যোগসূত্র স্থাপন করে ইতিহাস। অতীতকে জানার সুযোগও করে দেয় ইতিহাস। আর এসব চিন্তা-চেতনার আলোকেই বর্তমান প্রজন্মের হাতে ক্ষুদ্র পরিসরে হলেও তুলে দেয়া হল জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ইতিহাস। আগামীতে এ প্রয়াস অন্য কাউকে ইতিহাস লেখার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস। যুক্তি-প্রমাণ সাপেক্ষে এ ইতিহাসের অংশ বিশেষের সংযোজন বা বিয়োজন হতে পারে। পরবর্তীতে অন্য কোন সহৃদয়বান ব্যক্তি/ ব্যক্তিবর্গের প্রচেষ্টায় এ অসম্পূর্ণ বা খন্ডিত ইতিহাস পূর্ণাঙ্গ রূপ পাবে এ আশাবাদ ব্যক্ত করছে কলেজ কর্তৃপক্ষ। জয়পুরহাট মহিলা মহাবিদ্যালয় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজ জয়পুরহাট জেলার জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ। সংগত কারণেই এই এলাকার ধর্মপ্রাণ মানুষের তাদের মেয়েদের শিক্ষার জন্য এ কলেজটিকে তাদের পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে। ১৯৭১-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হওয়ার পূর্বেই এ এলাকার নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে এ অঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিদের মধ্যে জয়পুরহাট শহরে একটি মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা-ভাবনা ও পারস্পরিক আলাপ-আলোচনা শুরু হয়। তারই ফলশ্রুতিতে আজ থেকে প্রায় ৪২ বছর পূর্বে স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭২ সালের ১লা জুলাই শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় জয়পুরহাট মহিলা মহাবিদ্যালয়। দীর্ঘ দিনের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে জয়পুরহাট আজকের এই অবস্থানে উপনীত। আমরা স্মরণ করছি সেই সব গুণী ব্যক্তিদের যাঁদের কল্যাণে এ কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। সময়ের পরিক্রমায় হাটি হাটি পা পা করে জয়পুরহাট সরকারি মহিলা কলেজ আজ জয়পুরহাটের নারী শিক্ষার প্রসারণের ক্ষেত্রে একটি অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিগণিত। এ মহাবিদ্যালয়ের প্রথম ‘রেজ্যুলেশন বহি’ এবং অন্যান্য নথিপত্র থেকে এসব মহান শিক্ষানুরাগী, সমাজসেবী ও দানশীল ব্যক্তিবর্গের বিভিন্ন কর্মকান্ডের পরিচয় আমরা এই স্বল্প পরিসরে তুলে ধরার প্রয়াস পাচ্ছি।


District
Government
1972
3.48
jgwc.edu.bd
121895
JOYPURHAT SADAR JOYPURHAT - 5900
Contact Info:
Professor Md. Abu Bakar Siddique
01309121895
Professor Md. Sirajul Islam
01718288782
MD. Masud Rana Mondal
01724596470
Available Course

    Bachelor Degree (Pass) Courses:

  • 01-B. A. (Pass)
  • 02-B. S. S. (Pass)
  • Bachelor Degree Honours Courses:

  • 19-POLITICAL SCIENCE