সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। গ্রামীন জনপদে মহিয়সী নারীর নামে সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেটি নারী শিক্ষা প্রসারের লক্ষে ০৩/০৫/২০০১ ইং তারিখে স্মারক নং- ৩/কল/বগ/৯৩১/১১২৯৪ বলে মহিলা কলেজটি ২০০০-২০০১ শিক্ষা বর্ষ হইতে ছাত্রী ভর্তির অনুমতি প্রাপ্ত হইয়া ধারাবাহিক ভাবে ছাত্রীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে ভাল ফলাফল অর্জন করে আসিতেছে। গত ০৫/১০/২০০৯ সালে কলেজটি একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়ে ২০১০ সালে এইচএসসি পর্যায়ে কলেজটি সরকারি অনুদান (এমপিও) ভূক্ত হয়। অদ্যবধি উপজেলায় একমাত্র নারী শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে স্বতন্ত্র পরিবেশে পাঠদান কাজ সুষ্ঠুভাবে হয়ে আসিতেছে। ২০১০ সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অধীনে পরীক্ষা কেন্দ্র হিসেবে সুনামের সাথে পরীক্ষা সম্পন্ন করে আসিতেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০১৮ সালে ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ পাশ করায় পাশের হার ৫০%, ২০১৯ সালে ২৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১ পাশ করায় পাশের হার ৬৩.১৪%, ২০২০ সালে ২৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯০ পাশ করায় পাশের হার ১০০%। কলেজটি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ হইতে ২৬/০২/২০১৫ ইং তারিখে ০৭/(খু-১৩৩২)জাতীঃবিঃকঃপঃ১৮৪১৫ নং স্মারক বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক বি.এস.এস (পাস) কোর্স শাখা এবং ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ হইতে ১৯/০১/২০১৬ তারিখের স্মারক নং-০৭(র-১৩৩২)জাতীঃ বিঃ কঃ পঃ/কোড-২৭৬৭/২৫১৫০বলে স্নাতক বি.এ (পাস) কোর্স অধিভূক্ত হয়। ২০১৭ সালে স্নাতক(পাস) কোর্সে ৪৬.৬৬% এবং ২০১৮ সালে স্নাতক(পাস) কোর্সে ৮% কৃতকার্য হয়। পাশাপাশি ৪/১১/২০১৮ ইং তারিখে স্মারক নং-০৭(র-১৩৩২)জাতীঃ বিঃ কঃ পঃ/ কোড-২৭৬৭/৪১৫১৪ বলে বাংলা ও ইতিহাস স্নাতক (সম্মান) শ্রেণি কার্যক্রম অধিভূক্ত হয়। মহিলা কলেজটি সম্পূর্ণ ভাবে ইটের প্রাচীর বেষ্টিত সরকারি ও নিজস্ব অর্থায়নে ৪ তলা বিশিষ্ট ১টি ভবন এবং ৩ তলা বিশিষ্ট ২টি ভবন সহ মনোরম পরিবেশে উপজেলা সদরে অবস্থিত। গত ০১ আগষ্ট ২০০০ তারিখের কলেজের আবেদনের প্রেক্ষিতে ১৭/০৯/২০০০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২৭/০৯/২০০০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের তালিকা ভূক্তি লাভ করে।