Mobile: 01711163108 | Tel:01711163108 | Fax: | Email: prdmc94@gmail.com

SHEIKPARA DUKHI MAHMUD COLLEGE - 0609

POST OFFICE - BOSONTOPUR, shailkupa, jhenidah, SHAILKUPA - 7320

----কলেজের ইতিহাস ----- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পশ্চিম পার্শ্বে এক মনোরম পরিবেশে শেখপাড়া দু:খী মাহমুদ ডিগ্রি কলেজটি অবস্থিত। ১৯৯৪ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব মো: দবির উদ্দিন জোয়ার্দ্দার সহ অন্যান্য সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা জনাব ওসমান গনি কলেজের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করায় তার প্রয়াত পিতার নামানুসারে কলেজটি শেখপাড়া দু:খী মাহমুদ (ডি.এম) ডিগ্রী কলেজ হিসাবে নামকরণ করা হয়।কলেজের মোট জমির পরিমান ৩.৫ একর। ৫ই নভেম্বর ১৯৯৪ সালে ইন্টার মিডিয়েট কলেজ হিসাবে মানবিক ও বানিজ্য বিভাগ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম ক্লাস উদ্বোধন হয়।পরবর্তিতে বিজ্ঞান বিভাগ ও চালু হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন প্রয়াত বাবু সুজিত কুমার সাহা। ১৯৯৯ সালে কলেজটি ডিগ্রী পর্যায়ে উন্নীত হয়।২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) কোর্স হিসাবে বাংলা, হিসাববিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চালু হয়। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান পর্যায়ে আরও দুটি বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবস্থাপনা অধিভুক্তির মাধ্যমে বর্তমানে ৫ টি বিভাগে অনার্স কোর্স চালু রয়েছে। এছাড়াও বি.এম শাখা এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচ.এস.সি প্রোগাম চালু রয়েছে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ সর্বমোট ৭৩ জন শিক্ষক মন্ডলী কর্মরত আছেন। কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ১৩ জন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কলেজের নিজস্ব কম্পিউটার ল্যাব ও একটি বিজ্ঞানাগার রয়েছে, বিদ্যালয়ে বিদ্যুত্‍ সংযোগ আছে৷ কলেজে একটি খেলার মাঠ আছে। উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে অনার্স পর্যায়ের পাঠ্যপুস্তকসহ অনান্য বই মিলে কলেজে প্রায় ৪০০০ বই সম্বলিত একটি সমৃদ্ধ লাইব্রেরী বিদ্যমান। শ্রেণী কক্ষের সংখ্যা সর্বমোট ২০ টি। বর্তমানে কলেজে উচ্চমাধ্যমিক হতে অনার্স পর্যায়ে মোট ছাত্র- ছাত্রীর সংখ্যা ২০০০ এর অধিক। কলেজে একটি সুসজ্জিত অধ্যক্ষের কক্ষ, একটি উপাধ্যক্ষের কক্ষ, একটি শিক্ষক মিলনায়তন, একটি অফিস রুম, একটি পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষ এবং একটি ছাত্রী কমন রুম রয়েছে।


SHAIKPARA , SHAILKUP
Non-Government
1994
3.5 AKOR
116828
POST OFFICE - BOSONTOPUR, shailkupa, jhenidah SHAILKUPA - 7320
Contact Info:
MD. ASADUR RAHMAN
01711163108
MD. MOSHIUR RAHMAN
01915084039
Dulali
01985805830
Available Course

    Bachelor Degree (Pass) Courses:

  • 01-B. A. (Pass)
  • 02-B. S. S. (Pass)
  • 04-B. B. S. (Pass)
  • Bachelor Degree Honours Courses:

  • 10-BENGALI
  • 16-ISLAMIC HISTORY AND CULTURE
  • 19-POLITICAL SCIENCE
  • 20-SOCIOLOGY
  • 25-ACCOUNTING
  • 26-MANAGEMENT